- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-১২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৩
গাইবান্ধার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় প্রতারণা মামলায় শেখ মাসুদুর রহমান ওরফে রুবেল (৫৫) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র্যাব-১০ সিপিএসসি লালবাগ যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রতারনা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।