- মাধুকর প্রতিনিধি
- ১৫ ঘন্টা আগে
ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড পেল সৃজনশীল গাইবান্ধা
নিজস্ব প্রতিবেদক►
ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘সৃজনশীল গাইবান্ধা’। ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশের উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
সারাদেশ থেকে জমা পড়া অসংখ্য প্রকল্প প্রস্তাব মূল্যায়নের মাধ্যমে ভিএসও বাংলাদেশ দেশের আট বিভাগের নির্বাচিত আটটি প্রকল্পকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করে। যেখানে স্থান পায় ‘গাইবান্ধা ইকোসাইকেল বন্যা সহনশীল সবুজ অর্থনীতির পথে যুব উদ্ভাবন’ শীর্ষক প্রকল্প। যা বাস্তবায়ন করবে সৃজনশীল গাইবান্ধা।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য মোল্লা আরিফা রহমান নদী উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে গত ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত জাতীয় স্বেচ্ছাসেবক সম্মেলনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
দিবসটি উদ্যাপনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং ভিএসও বাংলাদেশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ঢাবির ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ–ব্যাকস্ট্রোম। স্বাগত বক্তব্য দেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক।
সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান বলেন, “গাইবান্ধা জেলার জলবায়ু–ঝুঁকিপূর্ণ এলাকায় যুব–নেতৃত্বাধীন পরিবেশবান্ধব উদ্ভাবন, সবুজ উদ্যোগ, দুর্যোগ প্রস্তুতি এবং কমিউনিটি–ভিত্তিক অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি এই জাতীয় সম্মান অর্জন করেছে। স্থানীয় পর্যায়ে জলবায়ু সমাধান তৈরিতে তরুণদের সম্পৃক্ত করা এবং পরিবেশ–বন্ধব অর্থনৈতিক উদ্যোগ বিস্তারে আমাদের ধারাবাহিক কাজ প্রশংসিত হয়।”