• মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে

গাইবান্ধায় ব্রাকের মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি পেল ৯ শিক্ষার্থী

গাইবান্ধায় ব্রাকের মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি পেল ৯ শিক্ষার্থী—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় ব্রাকের শিক্ষা কর্মসূচির আওতায় ৯ জন শিক্ষার্থীকে মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি-২০২৫ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংস্থাটির বিভাগীয় কার্যালয়ে বৃত্তির অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রাকের শিক্ষা কর্মসূচির হিসাবরক্ষক মো. সিদ্দিকুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, কর্মসূচি সংগঠক বিউটি খাতুনসহ আরও সংস্থাটির অন্যান্য কর্মী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য জেলার সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থীকে মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি প্রদান করা হয়। এ বৃত্তির আওতায় প্রত্যেককে ৬ হাজার টাকা প্রদান করা হয়।