• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২৫, সময়ঃ রাত ০৭:৪০

সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল মারা গেছেন

শাহাদত হোসেন মন্ডল—ছবি: সংগৃহীত।

জয়নুল আবেদীন, সাঘাটা►

গাইবান্ধার সাঘাটা উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) উদয়ন স্বাবলম্বী সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল মারা গেছেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কুখাতাইড় গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় উন্নয়নকর্মীরা জানান, শাহাদত হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দারিদ্র‍ বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তার নেতৃত্বে উদয়ন স্বাবলম্বী সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে সাঘাটাসহ আশপাশের অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।