• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে অরক্ষিত ক্রসিংয়ে করতোয়া এক্সপ্রেসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল ট্রলি

গোবিন্দগঞ্জে অরক্ষিত ক্রসিংয়ে করতোয়া এক্সপ্রেসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল ট্রলি—ছবি: মাধুকর।

মনজুর হাবীব মনজু, মহিমাগঞ্জ

গাইবান্ধার গেবিন্দগঞ্জ উপজেলার শালামারা হল্ট স্টেশনের মধ্য দিয়ে অবৈধভাবে তৈরি অননুমোদিত রেলক্রসিংয়ে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি ইটবোঝাই ট্রলি। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সান্তাহার-লালমনিরহাট রেলপথের শালমারা হল্ট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মহিমাগঞ্জ রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৭১৩ আপ আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা-মহিমাগঞ্জ স্টেশনের মাঝামাঝি শালমারা স্টেশনে ঢোকার সময় হঠাৎ পশ্চিম দিক থেকে পূর্বদিকে যাওয়ার জন্য একটি ইটবোঝাই পাওয়ার টিলার রেল লাইনের ওপর উঠে আটকে যায়। এ সময় টিলার চালক লাফিয়ে নামার সাথে সাথে ট্রেনটি এতে সজোরে ধাক্কা মারে। এতে টিলারটির ইঞ্জিন, বডি ও ইটগুলি ছিটকে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রেনচালক দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি থামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে সেটি রক্ষা পায়। ট্রেনের ধাক্কায় পাওয়ার ট্রলির ইঞ্জিন ট্রলি থেকে বিচ্ছিন্ন হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগিতায় রেলপথ পরিস্কার করার পর প্রায় আধাঘন্টা বিলম্বে ট্রেনটি ছেড়ে মহিমাগঞ্জে আসে। 

বোনার পাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দীন জানান, শালমারা রেল স্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হওয়ার হচ্ছিল। এসময় সান্তাহার থেকে বুড়িমারীগামী ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। ট্রেনের চালক সমুহ বিপদের আশংকায় ট্রেনের গতি কমিয়ে দেন। তারপরেও ট্রেনটি এসে  ইটবোঝাই পাওয়ার ট্রলিকে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও জিআরপি থানার পুলিশের সহায়তায় পাওয়া ট্রলিটি সেখান থেকে সরিয়ে নিয়ে ট্রেনটি চলে যায়। এঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি। 

শালমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌফিজুর রহমান তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।