• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়নাল আবেদীন জয়

জয়নাল আবেদীন জয়—ছবি: সংগৃহীত।

আমিনুল হক, ফুলছড়ি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে ফুলছড়ি থানা ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জয়নাল আবেদীন জয়কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ মনোনয়ন কার্যকর করা হয়েছে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

দলীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন জয় দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় জয়নাল আবেদীন জয় বলেন,কেন্দ্রীয় ছাত্রদল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করব। ফুলছড়ি উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও আন্দোলনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করব।

এদিকে জয়নাল আবেদীন জয়ের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন ফুলছড়ি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ফুলছড়ি উপজেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।