- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-১-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৩
বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন ডিআইজি
আমিনুল হক, ফুলছড়ি►
বাংলাদেশ রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স) মাসুম বিল্লাহ তালুকদার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তিনি বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এ সময় জেলা ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি মাসুম বিল্লাহ তালুকদার ফাঁড়ির সার্বিক কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন ও নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।