• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১-২০২৬, সময়ঃ রাত ০৯:৪২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় অর্ধশত পরীক্ষার্থী আটক—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন মোবাইল ও ডিজিটাল ডিভাইসসহ তাদের আটক করে। 

এর মধ্যে সদর উপজেলার ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন ও পলাশবাড়ী উপজেলার ৪টি কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২টি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের রাতে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়। আটককৃতদের মধ্যে ১৭ জন নারী ও ৩৪ জন পুরুষ পরীক্ষার্থী।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, আটক পরীক্ষার্থীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন। কেন্দ্রের দায়িত্বরতদের সহায়তায় তাদের আটক করা হয় ।

ডিজিটাল ডিভাইস চক্রের মূল হোতাদের ধরতে তাদের বিরুদ্ধে রাতে নিয়মিত মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে।

জেলার ৭টি উপজেলার ৪শ টির বেশি শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২২ হাজার ১৫৭ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫৩১ জন। এ পরীক্ষার্থীদের জন্য গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।