• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-১-২০২৬, সময়ঃ বিকাল ০৫:২৮

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন অসহায়-দুস্থরা

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন অসহায়-দুস্থরা—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

কনকনে শীতে অসহায় দুস্থ মানুষ যখন কষ্ট পাচ্ছিলেন তখন গাইবান্ধা প্রেসক্লাব তাদের পাশে দাঁড়াল। রবিবার (১১ জানুয়ারি) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য গোলাম রব্বানী মুসা ও খায়রুল ইসলাম।

কম্বল পেয়ে ছাতার কারিগর জামাল হোসেন বলেন, গাইবান্ধায় এবার শীতের তীব্রতা অনেক বেশী। রাস্তার ধারে বসে কাজ করি। ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হা পা জমে যায়। সাংবাদিকদের এই সহমর্মিতায় তিনি কম্বল গায়ে জড়িয়ে কাজ করতে পারবেন।

বিতরণ অনুষ্ঠানে ১৩০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা জানান, প্রতিবছরই দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করে গাইবান্ধা প্রেসক্লাব। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।