• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-১-২০২৬, সময়ঃ বিকাল ০৫:৫০

গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় সমন্বয় সভা

গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় সমন্বয় সভা—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধায় সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন , সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামসহ আরও অনেকে। 

এসময় বক্তারা বলেন, গণভোটের এই সুযোগ আগামী পাঁচ বছর বা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।