- মাধুকর প্রতিনিধি
- ১৩ ঘন্টা আগে
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক►
ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।
‘সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ, গাইবান্ধা’র ব্যানারে সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার, অভিভাবক ডা. মোনতাকিম, চাকরি প্রত্যাশী সাগর আহমেদ, আশা আক্তার, মেহেদী হাসান, মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধাসহ সারাদেশে ডিভাইস জালিয়াতি এবং বিভিন্ন অনিয়ম হয়েছে। নিশ্চিতভাবে এসব অসদুপায় অবলম্বন করে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে মেধা পরাজিত হবে। কাজেই এই পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে। সেইসঙ্গে এসব অনিয়ম ও জালিয়াতিতে যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কেউ এমন অনিয়ম-জালিয়াতি করার সাহস না পায়।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৬১ জেলায় (পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বাদে) একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাইবান্ধায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইসসহ ৫১ জনকে আটক করে পুলিশ। জেলার ৭ উপজেলায় ৪০০ টিরও বেশি শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২২ হাজার ১৫৭ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫৩১ জন।