• মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে

অনেক অনুরোধেও আসেননি সরকারি চিকিৎসক, পথেই মৃত্যু গবাদিপশুর

অনেক অনুরোধেও আসেননি সরকারি চিকিৎসক, পথেই মৃত্যু গবাদিপশুর—ছবি: মাধুকর।

আমিনুল হক, ফুলছড়ি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি পশু চিকিৎসকের দায়িত্বে অবহেলায় চিকিৎসার অভাবে একটি গৃহপালিত গরুর করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ খামারি ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী খামারি মোন্নাফ মিয়া (২৫) জানান, রবিবার সকালে তাঁর একটি গাভী হঠাৎ গুরুতর ফেট ফাপাঁ রোগে অসুস্থ হয়ে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আফতাব রহমানীর কাছে গিয়ে গরুটির অবস্থার কথা জানান। তবে নানা অজুহাত দেখিয়ে চিকিৎসক ঘটনাস্থলে যেতে অস্বীকৃতি জানান।

খামারি আরো অভিযোগ করে বলেন, গরুটি অবস্থা আশঙ্কাজনক হলে বারবার ফোন ও অনুরোধ করা সত্ত্বেও ডা. আফতাব রহমানী ঘটনাস্থলে না এসে গরুটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসতে বলেন। গরুটি একেবারেই হাঁটতে পারছে না এবং গুরুতর অসুস্থের কথাও চিকিৎসকে জানান খামারি। কিন্তু এসব কথা উপেক্ষা করে চিকিৎসক দপ্তরে না আনলে চিকিৎসা দেওয়া হবে না এমন মন্তব্য করেন ডাক্তার।

দীর্ঘ সময় চিকিৎসার অপেক্ষায় গরুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বাধ্য হয়ে গরুটিকে বাঁচানোর জন্য  এক পর্যায়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়ার পথে খামারির চোখের সামনেই প্রাণ হারায় গরুটি।

গরুটির মৃত্যুতে খামারির পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। খামারির দাবি, এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, একজন সরকারি পশু চিকিৎসকের মূল দায়িত্ব হলো জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করা। দায়িত্বে অবহেলার কারণে একটি গবাদিপশুর প্রাণ হারানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট সরকারি পশু চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর তদারকির আহ্বান জানান তারা।

অভিযোগ স্বীকার করে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আফতাব রহমানী বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। আপনি স্যারের সঙ্গে কথা বলেন।’

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ‘চিকিৎসার অভাবে গরু মারা যাওয়ার বিষয়টি আজ শুনেছি। যদি ডাক্তারের চিকিৎসা অবহেলায় গবাদিপশুর মৃত্যু হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’