- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-১-২০২৬, সময়ঃ দুপুর ০১:৫২
গাইবান্ধায় হ্যালোর শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক►
‘শিশুর চোখে শিশুর গল্প’—এই প্রতিপাদ্যে গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার নশরতপুরে অবস্থিত গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী অংশগ্রহণ করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সনদ বিতরণের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইউকে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমদ আবীর ও স্থানীয় পত্রিকা দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক। বক্তব্য রাখেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও জি ইউ কের সমন্বয়কারী আফতাব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন। প্রথম দিন শিশু অধিকার, শিশু শ্রম আইন, জাতিসংঘ শিশু সনদ, শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।