- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিস্তারিত আসছে…