- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দৈনিক মাধুকরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক►
আজ ১৫ জানুয়ারি, গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল’—এই স্লোগানকে সামনে রেখে ২০০৮ সালের এই দিনে যাত্রা শুরু করে উত্তরাঞ্চলের এই শীর্ষস্থানীয় সংবাদপত্রটি।
প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক মাধুকর দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র পাঠকের কাছে নির্ভুলভাবে উপস্থাপন করে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
দীর্ঘ ১৮ বছরের পথচলায় দৈনিক মাধুকর গণতন্ত্র, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবিচল থেকে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ও প্রিন্ট সংস্করণে নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি উত্তরাঞ্চলের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মকর্তা-কর্মচারী, পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক মাধুকর তার অঙ্গীকার অটুট রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।