- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১-২০২৬, সময়ঃ সকাল ১০:৫৭
৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ
মাধুকর ডেস্ক►
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবেদা আফসারী।
প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
তবে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনাররা এ ছাড়ের আওতায় থাকবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।