- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১-২০২৬, সময়ঃ রাত ০৭:৪২
পলাশবাড়ীতে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে (২০ জানুয়ারি) উপজেলার ঝালিঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের বৃদ্ধ মাহবুব ইসলাম ও মোছা. হাছনা বেগম দম্পতির একমাত্র ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ উপজেলা সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা সোমা তাদের নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এই নির্যাতনের কারণে মাহবুব ইসলাম ৩-৪ বার ব্রেনস্ট্রোক করেন।
এছাড়া অসুস্থতার সুযোগে হাসানুর রহমান কৌশলে তাদের জমি নিজের নামে লিখে নেন। সামান্য সুস্থ হয়ে জমি লিখে দেয়ার কারণ জানতে চাইলে আবারও শুরু হয় নির্যাতন। এ ঘটনার জেরে গত ৭ জানুয়ারি ছেলে ও পুত্রবধূ তাদের শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমনকি তাদের ব্যবহৃত বিছানা ও শীতের কাপড় পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়া হয়।
শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করা অসুস্থ ও বৃদ্ধ দম্পতির খবর শুনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দেন। এ ঘটনায় মাহবুব ইসলাম বাদী হয়ে প্রশাসনের সহযোগিতায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মঙ্গলবার সকালে চাপ প্রয়োগ করে দায়েরকৃত মামলার আপসনামায় স্বাক্ষর নিতে গেলে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম হাসানুর রহমানকে ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।