- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-১-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৯
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশ বাদ
ক্রীড়া ডেস্ক►
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে আইসিসি। ক্রিকইনফোর লাইভ প্রতিবেদন জানাচ্ছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি না হলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির বোর্ড সভায়।
এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি হয়েছে, যেখানে বেশিরভাগ সদস্য বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হলে তাদের বাদ দেওয়া এবং বাংলাদেশের বদলে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন।
তবে এমন সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে এক দিন সময় দিচ্ছে আইসিসি, সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে ক্রিকইনফো। আইসিসির চাওয়া, এই একদিনের মধ্যে বিসিবি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাবে।
আইসিসির ভেতরের সূত্রের কাছ থেকে জানা গেছে জানিয়ে ক্রিকইনফো লিখেছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হতে পারে। অর্থাৎ, তেমন পরিস্থিতিতে গ্রুপ ‘সি’–তে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড।
উল্লেখ্য, স্কটল্যান্ড ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থাকায় মূলপর্বে জায়গা করে নিতে পারেনি।
আজ আইসিসির এক বোর্ড সভায় বাংলাদেশের ভারতে না যাওয়ার ব্যাপারে ভোট করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা সভায় আইসিসির সব পূর্ণ সদস্য দেশের পরিচালকেরা অংশ নেন।
সভায় উপস্থিত রয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসিবি) সভাপতি আমিনুল ইসলাম, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুখুলানি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ার ব্রায়ান ম্যাকনিস, নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুজ, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।