- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পলাশবাড়ী পৌরসভায় সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন
সোহেলরানা, পলাশবাড়ী পৌর ►
বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানসমূহে বৈদ্যুতিক খুটির সাথে সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তার আওতায় আনা হচ্ছে পলাশবাড়ী পৌরসভাকে।
জানা যায়, ২৪টি মৌজা ও ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পলাশবাড়ী পৌরসভা। পৌরসভার উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত পৌর এলাকার ৬০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক বাতি এবং ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত রোববার বাঁশকাটা মাদ্রাসা সংলগ্ন বৈদ্যুতিক খুটির সাথে সড়ক বাতি স্থাপন করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার গুরুত্বপূর্ন স্থানসমুহে আলোকিত করতে পরিকল্পনা অনুযায়ী সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপনে কাজ করে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
পৌর সুত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরসভার ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোকে আলোকিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও সিসি ক্যামেরা সংযুক্ত করা হবে। তবে সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপনে গুরুত্বপুর্ন পৌর এলাকা আলোকিত ও নজরদারির আওতায় এলে অপরাধ প্রবণতা একে বারেই কমবে এবং সাধারণ পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে বলে মনে করছেন সচেতন মহল।
পৌর এলাকার বাসিন্দা সাংবাদিক মুশফিকুর রহমান জানান, পৌরসভার বাস্তবায়নে সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপনে পৌর এলাকা আলোকিত হচ্ছে এবং এর সুফল পাবে পৌর এলাকায় বসবাসকারী বাসিন্দাসহ পথচারী সাধারণ মানুষজন।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা সহকারী প্রকৌশলী মর্তুজা ইলাহী জানান, পৌরসভার উত্তর দিক থেকে বাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। পৌর এলাকা আলোকিত করার লক্ষ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চলমান রয়েছে।