- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের পদায়নকৃত অধ্যক্ষ মো. আব্দুর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ মিঞা।
পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রভাতী শাখার শিফট ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও দিবা শাখার ইনচার্জ মো. মেহেদুল ইসলাম প্রধান। দ্বিতীয় পর্বে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী দীপান্বিতা ঘোষহিয়া, নন্দিতা রায় নদী, তাসনিয়া হোসেন বিভা, চৈতী, বর্ষা, জান্নাতুল ফারিহা, তাসনুবা তাবাসসুম সুহা, প্রত্যয়ী পূর্ণতা, দীপশিখা সরকার, প্রকৃতি বর্মন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, একজন পূর্ণাঙ্গ ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। শিক্ষার্থীদের কুসংস্কার মুক্ত থাকতে অবশ্যই বিজ্ঞান চর্চা করতে হবে। পরে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক স্বপন কুমার সাহা, শিক্ষার্থী মুনতাফা তাসিন ও রুবাইয়া খানম।