• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২১

সুন্দরগঞ্জে ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক ►

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, সুন্দরগঞ্জ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় সুন্দরগঞ্জের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড আনোয়ার হোসেন রেজা।  সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন,  সুন্দরগঞ্জ উপজেলা সিপিবি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক, ক্ষেতমজুর নেতা আমিনুল ইসলাম পিপুল, সিপিবি সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, খয়বর হোসেন প্রমুখ। 

এর আগে লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ক্ষেতমজুরদের বঞ্চিত করেছে। তাদের জন্য যেটুকু বরাদ্দ হয়েছে তাও লুটপাট হয়েছে।