- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২১
অবিরাম বর্ষণে তিস্তায় পানি বৃদ্ধি
সুন্দরগঞ্জ প্রতিনিধি►
গত চার দিন ধরে টানা বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। চরাঞ্চলের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
ভারি বর্ষণে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি ব্যাপক হারে বেড়ে গেছে। বেসরকারি পানি মাপক যন্ত্রের পরিসংখ্যান মোতাবেক পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে চরাঞ্চলের নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া চরাঞ্চলে চলাচল করা সম্ভব হচ্ছে না।
কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের ফরমান আলী জানান, চরের মানুষ কষ্ট করতে করতে কঠিন হয়ে গেছে, কারনে ছোটখাট বন্যা তাদের নিকট কষ্ট মনে হয় না। অবিরাম বর্ষনের কারনে পানি বৃদ্ধি পাচ্ছে। এখনও বসতবাড়িতে পানি উঠে নাই। তবে রাস্তাঘাট ডুবে গেছে।
হরিপুরের ডাঙ্গার চরের সোলেমান মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত হতে তিস্তার পানি অনেকটা বেড়ে গেছে। অনেক বাড়িতে পানি উঠছে, তবে যোগাযোগ ব্যবস্থা পানিতে তলিয়ে গেছে। সে কারনে নৌকা ছাড়া চলাচল করা সম্ভব হচ্ছে না।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া জানান, বৃহস্পতিবার হতে অবিরাম বর্ষণে পানি ব্যাপক হারে বেড়ে গেছে। দূর্গম চরে বসবাসকারী পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে গেছে, তবে এখন পর্যন্ত পানিবন্দির সংবাদ পাওয়া যায়নি।