• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৯

আগামীকাল রাণীনগর-আত্রাইয়ে ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ



নওগাঁ প্রতিনিধি►

আগামীকাল শনিবার (১৯আগস্ট) নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায় প্রায় ৮ ঘন্টা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।  

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে যে, আগামীকাল শনিবার (১৯আগস্ট) সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত ৩৩ কেভি লাইনের রাইট অফ ওয়ে এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাণীনগর ও আত্রাই জোনাল অফিসের আওতাধীন এলাকা সমুহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রাণীনগর ও আত্রাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের যোনাল কর্মকর্তারা জানান, প্রয়োজনের তাগিদে প্রতিনিয়তই দেশের বৈদ্যুতিক লাইনগুলো সংস্কার ও রক্ষনাবেক্ষণের কাজ করা হচ্ছে। তবে সপ্তাহের শুরু শনিবার দিনটিতে সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য অধিকাংশ অফিসগুলো বন্ধ থাকার কারণে এই দিনটিতে কাজগুলো করা হয়। মাঝে মধ্যে এই কাজগুলো না করলে বিদ্যুতের লাইনের তারের উপর গাছের ডালের স্পর্শে দুর্ঘটনা ঘটতে পারে।

এই ধরণের অনেক প্রয়োজনেই এই ধরণের সংস্কার ও রক্ষনাবেক্ষণের কাজগুলো সম্পন্ন অতিব জরুরী হয়ে পড়ে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকার এই বিষয়টি মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে যতদ্রæত পারা যায় কাজ শেষ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ চালু করার চেস্টা করা হবে জানান তারা।