- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০২
আব্দুল লতিফ প্রধান গাইবান্ধার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় গাইবান্ধার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা পদক কমিটির সভাপতি কাজী নাহিদ রসুল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পদক কমিটির সদস্য সচিব হারুনর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ (২৭ সেপ্টেম্বর) তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতিস্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
আব্দুল লতিফ প্রধান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন