• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:২৯

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা



নিজস্ব প্রতিবেদক

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের এসএসসি ২০২৪ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। 

আজ (রবিবার, ২৬ মে) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (ডেভেপমেন্ট প্রোগ্রাম) সাইফুল আলম, পরিচালক (অর্থ) খোকন কুমার কুণ্ড, উপ-পরিচালক (মানবসম্পদ) মাহাফুজুর রহমান, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার ও উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গেল ৫ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গাইবান্ধা সদর উপজেলায় এবার শতভাগ পাসের রেকর্ড গড়ে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৫২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে শতভাগ পাসসহ ২৮ জন জিপিএ-৫ অর্জন করে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৩.৮৪ শতাংশ।