- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-২-২০২৩, সময়ঃ রাত ০৭:৪১
এসকেএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
আনন্দঘন পরিবেশে গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কলেজ রোডস্থ উত্তর হরিণ সিংহায় অবস্থিত প্রতিষ্ঠানের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা হয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এর সভাপতি ও এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।
অনুষ্ঠানে ছাত্রী-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অতিথি ও অভিভাবকদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন খেলার মধ্যে ছিলো বালক ও বালিকাদের ২০০ ও ৪০০ মিটার দৌড়, ব্যাঙ দৌড়, অংক দৌড়, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, দড়ি খেলা, দীর্ঘ লম্ফ, মারবেল চামচ দৌড়, বস্তা দৌড়, সাইকেল খেলা, লং জাম্প, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, মাথায় হাড়ি নিয়ে ১০০ মিটার দৌড়, হাই জাম্প, মাকড়সা দৌড়, পাখি উড়ে হাতি উড়ে, চকলেট দৌড়, বল নিক্ষেপ, বালিশ পাচার, চেয়ার খেলা, বেলুন ফাটানো ইত্যাদি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য 'যেমন খুশি তেমন সাজ' অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি প্রতিষ্ঠানের বার্ষিক উৎসবের মতোই, যে উৎসবে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ও শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের সাথে অভিভাবকগণও অংশ নেন। এতে অনুষ্ঠানটি একটি আনন্দ ও মিলন মেলায় পরিণত হয়। সেটিকে সামনে রেখেই আমাদের আজকের এই আনন্দ আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস ফাউণ্ডেশনের উপ-নির্বাহী প্রধান ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান। এ সময় এসকেএস ফাউণ্ডেশনের শীর্ষকর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি ব্যাপক সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।