• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১১-২০২৫, সময়ঃ বিকাল ০৪:৩১

গাইবান্ধার উন্নয়নে ও সামাজিক সমস্যা নিরসনে প্রশাসন সর্বদা মাঠে থাকবে: জেলা প্রশাসক



আমিনুল হক, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, গাইবান্ধা আমার কাছে নতুন কর্মস্থল নয়। এর আগেও আমি গোবিন্দগঞ্জে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) এবং ফুলছড়িতে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, বর্তমান দায়িত্বকে আমি সেবামূলক কাজের একটি মহৎ সুযোগ হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, ফুলছড়ির মানুষ অত্যন্ত সম্ভাবনাময়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গাইবান্ধার উন্নয়ন ও সুশাসনের ধারাকে আরও এগিয়ে নিতে হবে। ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ফুলছড়িকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

জেলা প্রশাসক উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সামাজিক সমস্যা সমাধান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সবসময় মাঠে থাকবে। শিক্ষা খাতকে শক্তিশালী করা, যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে প্রশাসনের প্রধান অগ্রাধিকার। পরিশেষে তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁদের গঠনমূলক ভূমিকা আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আসাদুল ইসলাম, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ, ফুলছড়ি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক আতিকুর রহমান, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মন্ডল প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন। 

এরআগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।