- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধার সংসদীয় ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৫ জন
নিজস্ব প্রতিবেদক►
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার সংসদীয় পাঁচটি আসনে মোট ৪৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন এবং বাকী ৩৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ ডিসেম্বর নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে জেলার পাঁটি আসন থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন।