• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক►

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করেছে। 

উদ্বোধনী ম্যাচে সুন্দরগঞ্জ সরকারি কলেজকে ৬-০ গোলে হারিয়েছে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। অন্যদিকে দিনের আরেক ম্যাচে মহিমাগঞ্জ কারিগরি কলেজকে ট্রাইব্রেকারে হারায় বোনারপাড়া সরকারি কলেজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিসহ অন্যরা।