- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-১২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৫
গাইবান্ধায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক►
আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসন, দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘উন্নয়ন শান্তি, নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহার-উল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জহুরুল কাইয়ুম, এনজিও প্রতিনিধি আফতাব হোসেন, আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা কাউকে ছাড় দেবো না এই অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। বক্তারা দুর্নীতি বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনগুলোকে সোচ্চার ভুমিকা পালন করার আহবান জানান।