• মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

গাইবান্ধায় ঘাঘট পাড়ে উদ্বোধন হলো মুক্তমঞ্চ ‘মানব বন্ধন’



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহরের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট পাড়ে উদ্বোধন হলো মুক্তমঞ্চ ‘মানব বন্ধন’। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ মুক্তমঞ্চের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম সরকার, সেক্রেটারি জহুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, সব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-সহ বিভিন্ন শ্রেণীপেশার নানা বয়সী মানুষ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।