- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-১১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৫
গাইবান্ধায় তালিকাভুক্ত ‘মাদক কারবারি’সহ গ্রেপ্তার ৪
মাধুকর ডেস্ক►
গাইবান্ধায় পৃথক অভিযানে তালিকাভুক্ত ‘মাদক কারবারি’ ওয়াসিম মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ জানান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) রাতে জেলা শহরের পলাশাপাড়ায় অভিযান চালানো হয়। এসময় তালিকাভুক্ত ‘মাদক কারবারি’ ওয়াসিম মিয়াকে (৪৫) ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন: লালমনিরহাটের মমিনুর ইসলাম (২৮) ও শাহিন আলম (২০) এবং বগুড়ার সাইফুল ইসলাম (৫৩)। এসময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। তাদেরকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।