- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬
গাইবান্ধায় নারী ঐক্য পরিষদের ব্লক বাটিক প্রশিক্ষনের সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ►
আজ মঙ্গলবার গাইবান্ধা নারী ঐক্য পরিষেদের উদ্যোগে ১৫ দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষনলাভকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার সভাপতি মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা কর্মসংস্থন ও জনশক্তি ব্যুরোর সহকারী পরিচালকনেশারুল হক, মানবাধিকার সংস্থার চেয়ারম্যান খায়রুজ্জামান দুদু, রাজশাহী কৃষিউন্নয়ন ব্যাংকের অবঃ এজিএম, এটিএম ফরহাদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা পারুল, নাজমা বেগম প্রমুখ। পরে ১৫ জন অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।