• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৯

গাইবান্ধায় পরিবেশ বান্ধব ইনপ্যাক্ট বিজনেস ইনকিবেউটরের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া বেসরকারি উন্নয়ন সংস্থার একতার হলরুমে আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন এলা প্যাডের উদ্যোগে আজ সোমবার গাইবান্ধার সুবিধা বঞ্চিত নারীদের ব্যবসায়ি উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে একটি পরিবেশ বান্ধব ইনপ্যাক্ট বিজনেস ইনকিবেউটরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। এসময় স্বাগত বক্তব্য রাখেন এলা প্যাডের পরিচালক মামুনুর রহমান। সাংবাদিক উত্তম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবু কায়সার শিপলু প্রমুখ। ৪৮ দিনের প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

যেখানে প্রান্তিক নারী তাদের সৃজন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করবেন। আর নতুন নতুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন। অনুষ্ঠানে গার্মেন্টস এর ফেলে দেয়া টুকরো কাপড় দিয়ে প্রান্তিক নারীরা পুন: ব্যবহার স্যানিটারী প্যাক্টসহ যে বিভিন্ন পণ্য তৈরী করেছে সেগুলো অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। স্কুলের মেয়েরা তাদের নিজ নিজ স্কুলে এলা প্যাডের সহায়তায় প্যাড ব্যাংক পড়ে কিভাবে সকল ছাত্রীদের কাছে পৌছে দিচ্ছে সেটি দেখানো হয়।