• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় বাসদ (মার্কসবাদী)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



নিজস্ব প্রতিবেদক►

সমাবেশ ও লাল পতাকা মিছিলের মধ্যদিয়ে গাইবান্ধায় রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী ও বাসদ (মার্কসবাদী)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ (মার্কসবাদী)’র জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সদর উপজেলা আহবায়ক গোলাম ছাদেক লেবু, পলাশবাড়ীর কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, সুন্দরগঞ্জের পরমানন্দ দাস, সাঘাটার ডা. মশিউর রহমান ও ফুলছড়ির আহ্বায়ক মাহবুবুর রহমান সিজু এবং গোবিন্দগঞ্জের প্রতিনিধি রাহেলা সিদ্দিকা প্রমুখ । 

এসময় বক্তারা বলেন, বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব সংগ্রাম ও জীবনদানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। এতবড় ত্যাগ ও সংগ্রামের ফলে আন্দোলনের মধ্য থেকেই দাবি উঠেছে, সমাজের সব ক্ষেত্রে বৈষম্য দূর করার। বাসদ (মার্কসবাদী) সমাজেরে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার আন্দোলন চালিয়ে যাবে।

বক্তারা আরও বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব শ্রমজীবী মানুষের মুক্তির বার্তা নিয়ে এসেছিল। সোভিয়েত সমাজতন্ত্র দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব, ও সামাজিক অবিচারের অবসান ঘটিয়ে শিক্ষা, চিকিৎসা, নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করেছিল। বিপ্লবের শিক্ষা আজও আমাদের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে দিশা দেখাচ্ছে।