- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২২
গাইবান্ধায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক►
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ এর অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ১ আগস্ট) দুপুরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে শহরের ডিসি অফিস এলাকায় জেলা আদালত চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ কর্মসূচি করতে চাইলে পুলিশের বাধায় সড়কে নেমে আসেন তারা। পরে বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় তাদের ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন আইনজীবীরা। এ সময় তারা শিক্ষার্থীদের আইনি সহায়তায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখে।
টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের ডাক বাংলো এলাকায় যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মাধুকরকে বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।