- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৭
গোবিন্দগঞ্জে পাটবীজ উৎপাদকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে পাটবীজ উৎপাদকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান,গাইবান্ধা পাট অধিপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ পাট অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দম হোসেন। এরপর দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাটবীজ চাষী অংশ গ্রহণ করেন।