• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১-২০২৫, সময়ঃ বিকাল ০৫:৫২

গোবিন্দগঞ্জে পোল্ট্রি শিল্প বিকাশে খামারীদের নিয়ে কর্মশালা



গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পোল্ট্রি শিল্প বিকাশে খামারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার, ২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়ায় আস্থা এগ্রো ফার্মের  উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাহফুজুর রহমান।

গোবিন্দগঞ্জের আস্থা এগ্রো ফার্মের পরিচালক মো: সোহেল নওরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খাদেমুল ইসলামসহ আস্থা এগ্রো ফার্মের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারীবৃন্দ। 

পরে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পশুপালোনের জন্য নানা উপকরণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, খামারী ছাড়াও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।