- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে মহাসড়কের ডিভাইডারে সবজি চাষ
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ডিভাইডারে অব্যবহৃত জমিতে শীতকালীন সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন স্থানীয় কৃষকরা। প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের মাঝে এখন পেঁয়াজ, পেঁপে, মরিচ, মুলা, পালংশাক, লালশাক, লাউ ও ধনেপাতার মতো সবজির সমারোহ।
কৃষি বিভাগের সহযোগিতা ও বিনামূল্যে বীজ পেয়ে স্থানীয়রা এই অভিনব চাষাবাদ শুরু করেছেন। এতে করে নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তারা। মহাসড়ক দিয়ে যাতায়াতকারী চালক ও যাত্রীরা এই দৃশ্য উপভোগ করছেন এবং অনেকেই গাড়ি থামিয়ে টাটকা সবজি কিনছেন।
তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম ও শামীম মিয়া এই রোড ডিভাইডারে সবজি চাষ করেছেন। তারা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের বেশ কিছু জায়গা পরিত্যক্ত ছিল। এই স্থানে আলু, লাউ শাক, পালং শাক, লাল শাকসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। কৃষি বিভাগের সহায়তায় সবজির ভালো ফলনোও হয়েছে। নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশিদের মাঝে বিতরণসহ অন্যান্যদের কাছে বিক্রিয় করেছেন।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য বলেন, মহাসড়কের রোড ডিভাইডারের পরিত্যক্ত জাগায় সবজি চাষে কৃষকের আগ্রহ দেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে পরামর্শ ও কৌশলগত সহায়তা প্রদান করা হচ্ছে। এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।