• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে ১৩৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন



গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এবার ১৩৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়নে আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সকালে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রভাষক দীপক কুমার কর, উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি জয় কুমার রায়, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ রন্টু প্রমুখ।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।