- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০১
গোবিন্দগঞ্জে ১৮ কেজি জাটকা জব্দ, দুঃস্থদের মাঝে বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোলাপবাগ হাটের মাছের বাজার থেকে শনিবার (১৬ নভেম্বর) এসব জাটকা জব্দ করা হয়।
জানা গেছে, এদিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় ১৮ কেজি জাটকা ফেলে বিক্রেতা পালিয়ে যায়। পরে এসব জাটকা জব্দ করে গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বাজার মনিটারিংয়ে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।