- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ডেঙ্গুতে একদিনে ১২ প্রাণহানি, হাসপাতালে ৭৪০ জন
মাধুকর ডেস্ক►
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ১২ জনের প্রাণহানি হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪১ হাজার ৮৩১ জনে।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন।
এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
দেশে বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে মারা গেল ৫৭ জন। আর গত আট মাসে প্রাণ হারান ১৭৯ জন। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘সারা দেশে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। এছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে হবে।’