• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৯

তানজানিয়া প্রতিনিধি দলের বিইউপি পরিদর্শন



মাধুকর ডেস্ক ►

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরিদর্শন করেছে তানজানিয়ার একটি প্রতিনিধি দল। বিইউপির মতো একটি বিশ্ববিদ্যালয় তানজানিয়ায় প্রতিষ্ঠা করার লক্ষে সোমবার এ প্রতিনিধি দল বিইউপিতে আসেন।

প্রতিনিধি দলে ছিলেন কমোডর বাগানচেওরা ত্রাসিয়াস রুটামবুকা, কর্নেল নিলিন্দা উইলিয়াম ডুগুজা, কর্নেল রবার্ট ইপিমার্ক কাছি, কর্নেল লাউরেন্ট ইলিয়াস মঙ্গলওয়া, লেফটেন্যান্ট কর্নেল ইরাস্ত সামাওয়েল বাবিরি, মেজর রিচার্ড স্ট্যানফোর্ড ও ফাতেমা ওমারি কাতুম্বিলি।

প্রতিনিধি দল বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি) সঙ্গে সৌজন্য সাাৎ করেন। পরিদর্শনকালে তাদেরকে বিইউপির আইন, মূল কার্যক্রম, অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিচালনার পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে অবগত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিইউপির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন। এরপর তারা বিইউপির বিভিন্ন ল্যাব, বঙ্গবন্ধু চেয়ার এবং ক্যাম্পাস পরিদর্শন করেন।