- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
তুলসীঘাটে বাসের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু, আহত তিন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় বাসের ধাক্কায় রিপন মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়ানো ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। গুরুতর আহত তিন শ্রমিককে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।’