• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

তেঁতুলিয়ায় বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে



মাধুকর ডেস্ক►

দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় বাড়ছে শীত। দুই দিনে চার ডিগ্রি সেলসিয়াস কমে ১২ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় খোরশেদ আলী জানান, দিনে গরম থাকলেও সূর্য ডোবার সাথে সাথে শুরু হয় ঠান্ডা। ভোরে কুয়াশায় কিছু দেখা যায় না। এই ঠান্ডা সকাল দশটা পর্যন্ত থাকে। গায়ে থাকে শীতের কাপড়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েক দিন ধরেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে আসছে। সকাল ৯টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনদিন কমে আসছে তাপমাত্রা, আরও কিছুটা কমবে।