• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ রাত ০৭:০৪

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা



মাধুকর ডেস্ক►

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার (১৭ জুলাই) রাজশাহীতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে স্বাগতিক দল জিতেছে ৩ উইকেটের ব্যবধানে। এর মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল বাংলাদেশের যুবারা। চার ম্যাচ শেষে সিরিজে ২-২ সমতা থাকায় আজকের ম্যাচটি হয়ে উঠেছিল ‘অঘোষিত ফাইনাল’।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের গ্যালারিতে ছিল চোখে পড়ার মতো দর্শক। আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১০ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টিগার। এ ছাড়া জুয়ান জেমস ৩২, রিচার্ড সেলেস্টওয়ান ২৭; অল্ডার ২০ রান করেন।

চতুর্থ উইকেটে ৫২ ও পঞ্চম উইকেটে ৪৪ রানের দুটি জুটি পেয়েছিল প্রোটিয়ারা। বাংলাদেশের রাব্বি ৪৩ রানে ৩ উইকেট নেন। রাফি আর রোহানাত নেন ২টি করে।

রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাও ছিল নড়বড়ে। ৪৮ রানে নেই ২ উইকেট। এরপর তৃতীয় উইকেটে আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলাম ৮৭ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন। ৭০ বলে ৫৮ রান করা আদিলের আউটে এই জুটি ভাঙে। এক প্রান্ত আগলে দারুণ খেলছিলেন আরিফুল। তার ৮১ বলে ৭১ রানের ইনিংস থামে ছক্কা মারতে গিয়ে। দলীয় ১৮৯ রানে পরপর ৩ উইকেট হারালে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর মাহফুজুর রহমান ও রাফি উজ্জামানের অবিচ্ছিন্ন জুটিতে স্বাগতিকরা জয়ের বন্দরে পৌঁছে যায়।