- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দশম গ্রেডের দাবিতে গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক►
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
‘গাইবান্ধা জেলার সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দাবি পূরণে কর্তৃপক্ষকে সাত দিনের আল্টিমেটাম দেন তারা।
আন্দোলনকারীরা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেও দশম বাস্তবায়িত হলে আইন, বিধিমালা, কোড ইত্যাদিতে কোনো সংশোধনীর প্রয়োজন হবে না বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এমনকি বেতন স্কেল ও পদমর্যাদা উত্তীন করা হলে চেইন অব কমান্ডেরও কোনো সমস্যা হবে না মর্মে সুপারিশ করা হয়েছে।
তারা আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও দশম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
মানবন্ধনে বক্তব্য দেন ফার্মাসিস্ট মাহবুবুর রহমান লিটন, আবু বক্কর সিদ্দিক সবুজ, আবু তাহের, জাকির হোসেন, রেডিওলজিস্ট খাইরুল ইসলাম, ডেন্টিস্ট সিরাজুল ইসলাম, ল্যাবটেকনোলজিস্ট মাসুদ রানা, মনির হোসেন প্রমুখ।