• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪১

দারিয়াপুর আমান উল্যাহ স্কুলে পাঠাগার উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে ৭৫বছর পূর্তি উৎসব স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় এ পাঠাগারের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক মছির উদ্দিন সরকার ও প্রবীণ শিক্ষক জীতেন্দ্র নাথ সরকার।

পরে পাঠাগারের আহবান শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনীতিবিদ আহসানুল হাবীব সাঈদ, সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান মিলন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ প্রতীম শান্ত, কিয়ামত উল্যাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, কাজী নজরুল ইসলাম হারান, প্রাক্তন শিক্ষার্থী রায়হান কবীর রাখু, জুয়েল মিয়া, মৃণাল কান্তি, মোস্তাফিজুর রহমান ও আলী আজম প্রমুখ। 

সঞ্চালনা করেন পাঠাগারের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ।