• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৩, সময়ঃ দুপুর ০২:০৩

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁয় শোক দিবস পালন



নওগাঁ প্রতিনিধি ►

দিনবাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালন করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 

মঙ্গলবার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

এরপর স্থানীয় সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেস কাব, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া পরে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। তিনি ছিলেন বাঙালির প্রাণের নেতা। নতুন প্রজন্মকে সু-শিায় শিতি ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার প্রতি আহবান জানান মন্ত্রী।