- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-১-২০২৬, সময়ঃ সকাল ১০:৩৪
দুটি কিডনিই বিকল, বাঁচার আকুতি মুয়াজ্জিন মাহাবুবের
তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৈয়দ আলী আকন্দের ছেলে ও স্থানীয় ঐতিহ্যবাহী বড় জামালপুর শাহী জামে মসজিদের মুয়াজ্জিন মাহাবুব রহমান (৩৫) আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
মুয়াজ্জিন ও পাশাপাশি কৃষি কাজ করে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ভালোই চলছিলো তার সংসার জীবন। হঠাৎ নেমে আসে দুঃখের কালো ছায়া। তাঁর দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। প্রতিদিন কাটছে তাঁর মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করে। ঢাকার সেকেডি এন্ড ইউরোলজী হাসতালের সিনিয়র কনসালটেন্ট (নেফ্রোলজী) কিডনী, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ তানভীর রহমানের অধীনে চিকিৎসাধীন আছেন।
তাঁর বড় ভাই শাহ আলম আকন্দ জানান, চিকিৎসকেরা বলেছেন মাহবুব রহমানের দুইটি কিডনি প্রায় বিকল হয়ে গেছে। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, সেই টাকাও এখন নেই। চিকিৎসা প্রায় বন্ধের পথে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো পথ নেই। এ জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন।
বড় জামালপুর শাহী জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার আবদুল্যাহেল আল মামুন জানান, এলাকাবাসী মুয়াজ্জিন মাহাবুবের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। তাদের আশা সরকার, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে মাহাবুব আবারও সুস্থ জীবনে হয়তো ফিরতে পারবেন।
বাঁচার আকুতি জানিয়ে মাহাবুব রহমান বলেন, ‘ঋণ করে এই ব্যয় বহুর চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বশান্ত। আমি বাঁচতে চাই, আমার ছোট সন্তানগুলো বাবা-হারা হয়ে যাবে। সংসারটা তছনছ হয়ে যাবে। আপনারা আমাকে সহায়তা করেন, আমাকে বাঁচান।’
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সমাজের সকল হৃদয়বান মানুষ, দানশীল, বিত্তশালী ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করছি। সাহায্য পাঠানোর বিকাশ ও নগদ নম্বর-০১৭৪৬০১৭৩১৫ এবং সোনলী ব্যাংক, গাইবান্ধার সাদুল্লাপুর শাখার হিসাব নম্বর- ৫১১৪৪০১০৩৪১৫৫।